মিথিলায় মজলেন কবি, দূর্বা ও সৃজিতের অন্তরঙ্গ ছবি; সম্পর্কে ফাটল?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। মধুর সেই সম্পর্কে কি ফাটল ধরল? সৃজিতের স্ত্রী অভিনেত্রী মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল শ্রীজাতকে!
এখানেই শেষ নয়, সৃজিতের সঙ্গে আবার দেখা গেছে কবি শ্রীজাতের স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়কে। ভাবতেই পারেন এই বুঝি নতুন কেলেঙ্কারি শুরু হলো!
আসলে পুরো ব্যাপারটাই নিছক হাস্যরসের ঘটনা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন কবি শ্রীজাত। সেখানেই তাদেরকে একে অপরের সাথে রোম্যান্টিক ভঙ্গীতে দেখা গেছে।
ছবিতে দেখা যাচ্ছে, শ্রীজাতর সঙ্গে নাচছেন মিথিলা। অন্যদিকে সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ দুর্বা। ছবির ক্যাপশনে কবি শ্রীজাত লিখেছেন, নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এল সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ।’
গণমাধ্যমের অতিরঞ্জিত খবর ও শিরোনাম ইঙ্গিত করেছেন শ্রীজাত। ধারণা করা হচ্ছে, এই ছবি যে পারিবারিক আড্ডা বা পার্টিতে তোলা।
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের আধুনিক বাংলা সাহিত্যের কবিদের মধ্যে অন্যতম। এছাড়া তিনি কলকাতার সিনেমায় গীতিকার হিসেবেও সুপরিচিত।
সৃজিত মুখার্জি ভারতের জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা। ২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী-গায়িকা মিথিলাকে বিয়ে করেন।