avertisements 2

বিয়ের পর নিখোঁজ নায়িকা পপি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৫ এএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৩৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

হঠাৎ করেই উধাও হয়ে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। শুটিং, অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, কোথাও দেখা নেই এ নায়িকার। তিনি নিজের মোবাইল ফোনটিও বন্ধ রেখেছেন দীর্ঘদিন ধরে। ফেসবুকে একেবারেই নিয়মিত ছিলেন এ নায়িকা। কিন্তু গত বছরের ডিসেম্বরের ২৩ তারিখের পর থেকে আর ফেসবুকেও তার কোনো পোস্ট নেই। ম্যাসেঞ্জারেও নেই পপি। সর্বশেষ ফেসবুক পোস্টে পপি লিখেছিলেন, স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ, তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি! এই পোস্ট নিয়েও শুরু হয় জল্পনা। তবে কি ভালোবাসার দেখা পেয়েছেন পপি!

বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। গোপনে বিয়ে করেছেন পপি। এমন খবর ছড়িয়ে পড়েছিল ফিল্মপাড়ায়।

ওই খবরের সত্যতা জানতে গণমাধ্যমের পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বন্ধ পাওয়া গেছে তার পুরানো ব্যক্তিগত নম্বরটিও। পরে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশপাশে।

পপির বিয়ের গুঞ্জনের তিনমাস পার হলেও এখনো নিখোঁজ এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তার কোনো নতুন পোস্ট। এখনো বন্ধ তার ব্যক্তিগত নম্বরটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও এ নায়িকার কোনো খোঁজ দিতে পারছেন না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, বিয়ে করে সংসারি হয়েছেন পপি। স্বামীর দেওয়া ফ্ল্যাটেই থাকছেন। পপিকে আর সিনেমায় নাও দেখা যেতে পারে।

এদিকে পপির একটি ঘনিষ্ঠ সূত্র মতে, নায়িকা এখন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। এমনকি কোনো ধরনের কাজও করছেন না তিনি। খুব দ্রুতই হয়তো তিনি নিজের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে ঘোষণাও দেবেন।

এদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। আসছে ঈদে এটির মুক্তির কথা জানিয়েছেন এ সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2