avertisements 2

মঞ্চের আড়ালে শাকিবকে জাপটে ধরলেন পরী, অন্তর্জালে আলোচনা...

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৪৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

মঞ্চের পেছনে শাকিব-পরী। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমা আলোচিত চিত্রনায়িকা পরী মণি মানেই আলোচনা। এবার চিত্রনায়ক শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় এই নায়িকা। শাকিব-পরীর সেই একান্ত মুহূর্তেই ছবি-ভিডিও নিয়ে অন্তর্জালে চলছে আলোচনা।

সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও। তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবি, ভিডিওই এখন আলোচনার তুঙ্গে।

শাকিব খান ও পরীমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক। কারণ শাকিবের সঙ্গে পরীমণিকে বেশ মানায় বলে মনে করছেন তারা। অনেকেই আবার সমালোচনাও করছেন। এক আয়োজনে সাবেক স্বামী শরিফুল রাজের চিত্রনায়িকা মিমের হাত ধরায় তিনি যে কাণ্ড  ঘটিয়েছিলেন সেজন্য। 

বড় পর্দায় শাকিব-পরীকে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় দেখা গেছে। দুই তারকাই বৈবাহিক জীবন নিয়ে নানা তিক্ত পরিস্থিতি মধ্যে দিয়ে পাড়ি দিয়েছেন। শাকিবের পরিবার থেকে নতুন করে পাত্রী খোঁজা হচ্ছে। তবে আদৌ পরী আবার বিয়ে করবেন কি না সেটি এখনও খোলাসা করেননি এ নায়িকা। আপাতত অতীত পেছনে ফেলে ক্যারিয়ারে ফোকাস করতে চাইছেন এই দুই তারকা।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2