avertisements 2

আজ সন্ধ্যায় আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

আবারও চাঁদের বুকে হাটবে মানুষ। এরইমধ্যে ক্রুবিহীন আর্টেমিস ওয়ান রকেট পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নাসা। আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম ধাপের সূচনা হিসাবে সোমবার স্থানীয় সময় সাড়ে ১০টায় রকেটটি উৎক্ষেপণ করা হবে। শক্তিশালী মহাকাশযানটি চাঁদের চারপাশে মাত্র ৪২ দিনে ১৩ লাখ মাইল প্রদক্ষিণ করবে। যার সাফল্যের পথ ধরেই আবারও চাঁদের বুকে পদচিহ্ন আঁকবে মানুষ।

১৯৬৯ সালে প্রথম চাঁদে মানুষ পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর ৫৩ বছর পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়েছে নাসা। আর্টেমিস-ত্রি নামের মিশনের অংশ হিসাবে ২০২৫ সালে প্রথম চাঁদে নারী পাঠাতে চায় সংস্থাটি। তার আগেই পরীক্ষামূলক ভাবে চাঁদে যাচ্ছে আর্টেমিস ওয়ান। এছাড়া, চাঁদ অভিযানের মাধ্যমে মঙ্গলগ্রহে যাওয়ার প্রস্তুতি নিতে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

চাঁদে ফের মানুষ পাঠানোর আগে যথেষ্ঠ প্রস্তুতি নিয়েছে নাসা। চাঁদের যে অংশে নভোচারীরা নামবেন সে এলাকাগুলোর ভূখণ্ড, সেখান থেকে যোগাযোগ ব্যবস্থার সুবিধা ছাড়াও সেখানকার আলোর অবস্থাও মাথায় রাখতে হয়েছে বিজ্ঞানীদের। সোমবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদে যাত্রা করবে নাসার ক্রুবিহীন আর্টেমিস ওয়ান রকেট। এর আগে গত ২২ আগস্ট রকেকটির প্রাথমিক মহড়া চালানো হয়।

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ৫৩ বছর আগে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য চন্দ্রাভিযান চালানো হয়েছিল। আর বর্তমানে নাসার চন্দ্রাভিযানের লক্ষ্য হলো, সেখানে বসবাস করা, শেখা ও কিছু তৈরি করা। নাসার মহাকাশচারী স্ট্যান লাভ জানান, সবাই উত্তেজিত। সবাই চাঁদে যেতে চায়। আর্টেমিস ওয়ানের সফল যাত্রার পরই আমাদের যাওয়ার পালা। আমি মনে করি, চাঁদে যেতে হলে প্রতিদ্বন্দ্বিতার বদলে একে অপরের সহযোগিতা প্রয়োজন।

সবকিছু ঠিক থাকলে মহাকাশযানটি চাঁদের চারপাশে মাত্র ৪২ দিনে ১৩ লাখ মাইল প্রদক্ষিণ করবে। পুরো মিশনে অন্তত ২০ লাখ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে মহাকাশযানটি। ১০ অক্টোবরে আর্টেমিস ওয়ান রকেটটি ক্যালিফোর্নিয়া উপকূলে ফিরে আসবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2