২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না জিপির গ্রাহকরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৩ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
এখন থেকে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করতে পারবেন না গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা। দেশের মোবাইল অপারেটর শীর্ষ এ কোম্পানি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে।
এসএমএসে গ্রাহকদের এ তথ্য অবহিত করার এই কার্যক্রম শুক্রবার (১ জুলাই) থেকে শুরু করেছে টেলিকম অপারেটরটি। পর্যায়ক্রমে সব গ্রাহকের কাছেই এই বার্তা পৌঁছে যাবে। এসএমএসে উল্লেখ করা হয়েছে, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। তবে এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যে কোনো স্থানীয় নম্বরে দুদিন ও তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।