avertisements 2

হাসপাতালের বেডে নিলার করুণ আর্তনাদ ‘আমি বাঁচতে চাই’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

হাসপাতালের বেডে শুয়ে শিশু নিলার করুণ আর্তনাদ ‘আমি বাঁচতে চাই’। তার চোখে কেবলই বেঁচে থাকার স্বপ্ন। স্কুলের সহপাঠীদের সঙ্গে খেলার স্বপ্নও প্রচণ্ড তাড়া করছে শিশু নিলাকে। বাবা-মায়ের সঙ্গেও দুষ্টুমি করার স্বপ্ন তার। বুকভরা বহু স্বপ্ন আজ কেবলই হাসপাতালে বন্দি।

নুসরাত জাহান নিলা সবেমাত্র তৃতীয় শ্রেণিতে পড়ে। লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার কাজী বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে নিলা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে সে।

চিকিৎসা করতে গিয়ে মেয়েটির অসচ্ছল পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। এখন চিকিৎসা চালিয়ে নিতে প্রয়োজনীয় অর্থ নেই। তবুও মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিলার বাবা মাহফুজুর রহমান জানান, তার ৩ সন্তানের মধ্যে সবার বড় নিলা। ছোট দুই সন্তান রয়েছে। নিলা স্থানীয় জমাদারহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। নিলার অনেক দিন যাবত শরীরে ব্যথা ও জ্বর হচ্ছিল। গত ৩ অক্টোবর তার পায়ে প্রচণ্ড ব্যথা করলে তাকে চরফ্যাশন একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ঢাকা থেকে আসা ডাক্তার পরীক্ষা করে নিলার ব্লাড ক্যান্সারের কথা জানান। খবরটি শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর ক্লিনিকের সবাই সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠান।

তিনি বলেন, পরে মেয়ের চিকিৎসার জন্য ধানমন্ডিতে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানের ব্যয় মেটাতে না পেরে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করাতে হয়েছে নিলাকে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে নিলা।

নিলার বাবা আরও বলেন, ডাক্তার বলছেন ৩-৪ বছর একটানা চিকিৎসা করলে নিলা সুস্থ হবে। নিলার চিকিৎসার জন্য প্রতিদিন অনেক টাকা ব্যয় হচ্ছে। এসব টাকা জোগার করতে পারছেন না তিনি।

লালমোহনে একটি সিগারেট কোম্পানিতে মাসিক ৭ হাজার টাকা বেতনে চাকরি করতেন মাহফুজুর রহমান। ওই কোম্পানি বর্তমানে না থাকায় তার এখন চাকরিও নেই। তাই একদিকে সংসার চালানোর খরচ, অন্যদিকে ব্লাড ক্যান্সার আক্রান্ত মেয়ে নিলার চিকিৎসা খরচ জোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

অর্থ জোগার করতে না পেরে মেয়ের শয্যাপাশে বসে কাঁদছেন বাবা মাহফুজুর রহমান। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি। নিলার চিকিৎসার জন্য যদি কেউ  এগিয়ে আসে তাহলে হয়তো বেঁচে যাবে নিষ্পাপ ছোট্ট শিশু নিলার প্রাণ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2