প্রেমের টানে নিরুদ্দেশ, বিচ্ছেদের পর মিলল প্রেমিকের মরদেহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৪০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বরিশালে প্রেমের টানে ঘর ছেড়ে নিরুদ্দেশ হন তরুণ-তরুণী। পরে মেয়ের পরিবার মামলা করলে বিচ্ছেদ ঘটে দুজনের। এরপর নির্জন মিলের পাশ থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে বরিশাল নগরীর টেক্সটাইল মিলের পাশ থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ।স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিকার পরিবার। নিহত হৃদয় (১৯) নগরীর ২৭নং ওয়ার্ডের কুদগাঠা এলাকার বাসিন্দা ।
এলাকায় তার একটি ইলেকট্রনিক পণ্যের দোকান আছে।পুলিশ জানায়, রাত ১১টার দিকে বরিশাল নগরীর টেক্সটাইল মিলের পাশে মেলে হৃদয়ের নিথর দেহ। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো হৃদয়ের। ১০ দিন আগে (১৭ আগস্ট) বাড়ি থেকে পালিয়ে যান তারা। ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ করলে বিচ্ছেদ হয় দুজনের।
এরপর থেকেই মেয়ের পরিবার হৃদয়কে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। এরপরই হৃদয়ের মরদেহ পাওয়া যায়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।