avertisements 2

বরগুনায় স্বামী-স্ত্রী দুজনই চেয়ারম্যান প্রার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩০ এএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১০:১২ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজন মল্লিক ও তার স্ত্রী জিনাত জাহান মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর পর দুবার সুজন মল্লিক আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে প্রথমবার ২০১১ সালে স্বতন্ত্র ও ২০১৬ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে বিজয়ী হন। 

এবারের নির্বাচনে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে সুজন মল্লিক। তবে একই সঙ্গে তার স্ত্রী জিনাত জাহান চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।  

এ ব্যাপারে জিনাত জাহান যুগান্তরকে বলেন, স্বামীকে সহযোগিতার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কোনো কারণে আমার স্বামীর দাখিল করা কাগজপত্রে ত্রুটির জন্য বাছাইকালে সমস্যা হলে, যাতে আমি নির্বাচন করতে পারি। ‘আর যদি কোনো সমস্যা না হয়, তবে আগামী ২৪ তারিখ আমি প্রার্থিতা প্রত্যাহার করব।’

উল্লেখ্য, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ মোট পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2