avertisements 2

শুরু হচ্ছে তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০ পিএম, ২৭ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৮:৫৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

২৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা থেকে বরিশালের চরমোনাই ময়দানে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ৩০ নভেম্বর সকালের বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এ বছরের বার্ষিক মাহফিল।

বাদ জুমা চরমোনাই পীর -এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ইসলামপ্রিয় জনতার জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষে।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব চরমোনাই পীর মুফতী রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2