avertisements 2

কোরবানি দিলে আজই মানতে হবে যেসব জরুরি নিয়ম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

প্রতীকী ছবি

আজ চাঁদ দেখা গেলে এদিন সন্ধ্যা থেকেই শুরু হবে হজ ও কুরবানির মাস জিলহজ। সেই কারণে ৩০ জুন সন্ধ্যার আগেই কিছু কাজ আছে; যা সম্পন্ন করা জরুরি। কেননা জিলহজ মাস শুরু হলে কুরবানির আগ পর্যন্ত ১০ দিন কিছু কাজ থেকে বিরত থাকা প্রিয় নবির সুন্নাত। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। এর মধ্যে চুল, নখ, বগল-নাভির পশম, গোঁফ ইত্যাদি আগেই কেটে নেওয়া উচিত। বিশেষ করে যারা কোরবানি করার সংকল্প করেছেন।

মহানবি (স.) বলেছেন, যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল নখ না কাটে (মুসলিম: ৪৯৫৯, আবু দাউদ: ২৭৮২)।

যারা কোরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল করতে পারবেন। কোনো অসচ্ছল ব্যক্তি যদি এই দিনগুলোতে চুল, নখ না কেটে ঈদের দিন কাটে, তাহলে তাদের কোরবানি দেওয়ার সওয়াব দেওয়া হবে।

তবে, যারা কোরবানি করবে না, তাদেরকে নখ, চুল ইত্যাদি কাটতে নিষেধ করা হয়নি। এই প্রসঙ্গে শাইখ বিন বায (রহ.) বলেন, আলেমগণের বিশুদ্ধ মতানুযায়ী, ‘তারা চুল কাটা ও নখ কাটার নিষেধাজ্ঞার আওতায় নেই। হুকুমটি কোরবানিকারীর জন্য খাস, যিনি তার সম্পদ থেকে কোরবানির পশুটি ক্রয় করেছেন।’ (ফতোয়ায়ে ইসলামিয়্যা: ২/৩১৬)

মধ্যপ্রাচ্যে বুধবার (২৯ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে আজ (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। যদি বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা যায়, তাহলে মাগরিবের সময় হলেই নখ, চুল বা পশম ইত্যাদি কাটার সময় শেষ হয়ে যাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2