avertisements 2

ধর্মের টানে এবার মিডিয়া ছাড়লেন মেহজাবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৯ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয়কে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। এবার ধর্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে শোবিজ ক্যারিয়ার থেকে বিদায় নিলেন মেহজাবি সিদ্দিকী। বিগ বস ১১-এ খ্যাতি পেয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মেহজাবি বলেন, ‘গত দুই বছর ধরে অস্থিরতায় ভুগছি। শান্তির জন্য কিছু একটা করতে চাইছিলাম। কিন্তু ভালো থাকার জন্য কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমি আমার আসল জীবন ভুলে দুনিয়ার দেখানো জীবন ধারণ করছি। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষ কখনও শান্তি পায় না।’

তিনি আরও বলেন, ‘কোনো মানুষ অপরাধ করলে পাপবোধটা অল্প সময়েই শেষ হয়ে যায়। কিন্তু খারাপ আমল কেয়ামত পর্যন্ত থেকে যায়। নিয়ত করেছি, এখন থেকে আমি সবসময় হিজাব পরব এবং আল্লাহ তায়ালার ইবাদত করব।’

মেহজাবির ভাষ্য, ‘আপনি মানুষকে খুশি করার যতই চেষ্টা করুন, মানুষ কখনই আপনার কদর করবে না। এর চেয়ে ভালো আপনি আল্লাহকে খুশি করার কাজে সময় ব্যয় করুন। এতে আমার এবং আপনার আখিরাত সুন্দর হবে।’

সবশেষে তওবা করে শান্তি পাওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহর কাছে তওবা করে যে শান্তি পেয়েছি, তা আমি মুখে বলে প্রকাশ করতে পারব না। আমি যে শান্তি খুঁজছিলাম তা আমি আল্লাহর ইবাদতে পেয়েছি। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন এবং আমাকে নেক রাস্তায় চলার তওফিক দান করুন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2