রাজধানীর কেরানীগঞ্জে ধসে পড়েছে তিনতলা ভবন
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ০৭:৪২ পিএম,  ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট:  ০৭:০১ পিএম,  ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
                                
 
                        
                    রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনার পর সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সাড়ে ৮টা দিকে ভবনটি একদিকে কাত হয়ে যায় এবং পাশের ডোবায় উল্টো পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা যে ৭ জনকে আহত অবস্থায় বের করে এনেছেন, তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল। লিমা খানম বলেন, ‘ভবনে আর কেউ নেই বলে জানাচ্ছেন বাড়ির মালিক। এখনও কারও মৃত্যুর তথ্য আমরা পাইনি। ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা সার্চ করে দেখছেন।’


 
                                     
                                     
                                     
                                     
                                    


