করোনা ভাইরাসে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৬ এএম, ১১ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:০৩ এএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে ড. আব্দুর রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর। প্রায় দেড় মাস আগে তার করোনা শনাক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন করোনা ভাইরাসে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারিয়েছিলো।
ড. আব্দুর রশিদ সরকারের জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামে। তিনি ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’

নিজ বাড়িতেই পুলিশ ট্রেনিং সেন্টার, ঘুষের মাধ্যমে নিয়োগ

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর,যৌথ বাহিনীর হাতে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
