গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করেই ডেন্টাল সার্জন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ২২ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:৪২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নুর সাফা জাহাঙ্গীর। গ্রামের বাড়ি ফেনীর সদর থানার ইজ্জাতপুর। দেড় দশক আগে গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। এরপর ফেনী শহরের এক দাঁতের চিকিৎসকের সহকারী (পিয়ন) হিসেবে কয়েক বছর কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি নিজেই চিকিৎসক বনে যান। এরপর চলে আসেন রাজধানীর ঢাকায়। নিজের নামের সঙ্গে যুক্ত করেন বিডিএস, সিডিআর (ডিএমসি), ডেন্টাল সার্জন। গত এক দশক ধরে নির্বিঘ্নে এ টাইটেল ব্যবহার করে আসছেন তিনি; কিন্তু র্যাবের অভিযানে তার সব গোপন কথা ফাঁস হয়ে যায়।
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শান্তিনগরে ‘ওরাল ভিউ ডেন্টাল’ ক্লিনিকে গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালত এসময় নুর সাফা জাহাঙ্গীরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।
র্যাব জানায়, ভুক্তভোগী বেশ কয়েক জন রোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় র্যাব শান্তিনগরে আমিনবাগ কো-অপারেটিভ মার্কেটে অবস্থিত ঐ ক্লিনিকে অভিযান চালায় এবং ভুয়া চিকিত্সককে আটক করে। এইচএসসি পাশ করা নুর সাফা জাহাঙ্গীর ডাক্তার পদবি ব্যবহার করে দীর্ঘ ১০ বছর ধরে সেখানে দাঁতের চিকিত্সা দিয়ে আসছেন।
অভিযোগ রয়েছে, নুর সাফা অনেক রোগীর খারাপ দাঁতের চিকিত্সা করতে গিয়ে ভালো দাঁত উপড়ে ফেলেছেন। এছাড়া ভুল চিকিত্সা দিয়ে রোগীদের বিপাকে ফেলেছেন। এমন সব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ভুয়া চিকিত্সক নুর সাফা জাহাঙ্গীরের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদিত কোনো বিডিএস ডিগ্রি নেই। তিনি অন্যের ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বর চুরি করে গত ১০ বছর ধরে নিজেকে বিশেষজ্ঞ ডেন্টিস্ট পরিচয় দিয়ে ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।