হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রীর জামাতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৮ এএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৫৯ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

লন্ডনে হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন। রোববার পুলিশ বাসার তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করে।
লন্ডনে নামাজের জন্য বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন বন্ধু তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এসময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন। দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
অর্থমন্ত্রীর পরিবারিক সূত্র জানায়, হার্ট অ্যাটাকে মারা গেছেন দিলশাদ হোসেন। প্রাথমিকভাবে চিকিৎসক এমনটি ধারণা করছেন। লাশ মর্গে রাখা হয়েছে। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
