জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২০ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১১:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবলু ছিলেন বঙ্গবন্ধুর ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগ্নিপতি এটিএম সৈয়দ হোসেনের ছেলে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।