প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৩ এএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:২৬ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। দেশের প্রখ্যাত এই চিকিৎসক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. আব্দুল্লাহ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, খারাপ লাগছিল। টেস্ট করালে পজিটিভ আসে। বাসায় থেকে তাই আর রিস্ক নিলাম না। হাসপাতালে আইসোলেশন ভালো হবে। আমি ঠিক আছি, কেবল একটু দুর্বল লাগছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সর্দি-কাশি আর হালকা জ্বরে ভুগছিলেন তিনি। সতর্কতা হিসেবে বাসাতেই ছিলেন নিয়ম মেনে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
