আবারও করোনায় আক্রান্ত নায়ক ফারুক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ এএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৬:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার মাত্র ৮ দিনের মধ্যে আবারও একই ভাইরাসে আক্রান্ত হন প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এবার তার সঙ্গে তার স্ত্রী ফারহানা ফারুকও আক্রান্ত হয়েছেন।
বর্তমানে দু’জনেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ অভিনেতার ব্যক্তিগত সহকারী জানান, এর আগে করোনামুক্ত হয়ে বাসায় গেলেও শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন ফারুক।
দিনকয়েক স্বাভাবিক থাকার পর আবারও জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করলে ৩ ডিসেম্বর তার শরীরে আবারও করোনার উপস্থিতি ধরা পড়ে। একই সময় তার স্ত্রীর করোনার নমুনা পরীক্ষা করে জানা যায় তিনিও আক্রান্ত।
এর আগে গেল মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরেন ফারুক। তখন বিশ্রামের মধ্যেই তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। নমুনা পরীক্ষায় ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে। এর পরদিন সন্ধ্যায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তখন এ অভিনেতার সঙ্গে তার স্ত্রী সবসময় উপস্থিত ছিলেন। কিন্তু পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। তবে বাবাকে দেখতে হাসাপাতালে গিয়ে করোনায় আক্রান্ত হন তার মেয়ে তুলসি। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ফারুক তখন করোনা নেগেটিভ হয়ে বাসায় গিয়ে বিশ্রামে থাকাকালীন আবারও আক্রান্ত হন।