গণমাধ্যমকে সাকিব থেকে দুরে থাকার অনুরোধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৬ পিএম, ৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:৪৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অনেকটা নীরবেই দেশের মাটিতে পা রাখেন সাকিব আল হাসান। বুধবার রাত পৌনে তিনটার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। প্রায় ৬ মাস পর বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব দেশে ফিরেছেন। ফ্লাইট কিছুটা বিলম্ব হওয়ায় ৫০ মিনিট দেরিতে ২টা ৫০ মিনিটে দেশে নামেন তিনি। এ সময় তাকে দুটি গাড়ি নিতে আসে। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর বাসায় গেছেন সাকিব।
এদিকে, আকসুর নিষেধাজ্ঞায় থাকা সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে এই অনুরোধ করেন তিনি। জানা গেছে, সাকিব ৫ সেপ্টেম্বর থেকে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটবে আরো মাস দুয়েক পর। তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আবারো অনুশীলন শুরু করবেন সাকিব।