avertisements 2

মায়ের মুরগি বিক্রির টাকায় খেলতে আসা কাফির হাতে চ্যাম্পিয়ন ট্রফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৩ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২

Text

মাগুরা থেকে ঢাকায় আসতে হবে আল কাফিকে। এই কিশোর টাকা পাবে কোথায়? বাবা অন্যের জমিতে কাজ করে কোনরকমে সংসারের খরচ মেটান। ছেলের ফুটবল আহ্লাদ মেটাতে হাজার টাকা যোগার করেন তিনি কী করে! মায়ের পশ্রয়েই কাফির ফুটবল নিয়ে স্বপ্ন দেখা। মাগুরা শহরে আসাদুজ্জামান ফুটবল একাডেমিতে খেলা শেখে সে।

শিবরামপুর থেকে ৭ কিলোমিটার দূরের সেই শহরে সে যায় দৌড়ে দৌড়ে, ফেরে হেঁটে। কিন্তু ঢাকায় তো আর হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটা বাচ্চাসহ মায়ের প্রিয় মুরগীটাই শেষ পর্যন্ত হয় সমাধান। সেই মুরগী বিক্রির টাকাতেই কাফির ঢাকায় এসে বরিশাল ফুটবল একাডেমির ট্রায়ালে যোগ দেওয়া।
৭ নম্বর জার্সি পড়ে  আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় সেই কাফিই তো মাতালো পাইওনিয়ার লিগের ফাইনাল। বরিশাল তখন ২-৩ এ পিছিয়ে। তার আগে দুবার সমতা ফিরিয়েছে তারা। ৫৫ মিনিটে কাফি বক্সের ওপর ডান কোণে বলটা পেল, প্রথমে হেডে সেটিকে পায়ের কাছে নিলো। প্রথম ড্রপ, দ্বিতীয় ড্রপ আর পড়তে নিলো ডান পায়ের নিখুঁত ভলিতে তা জড়িয়ে দিলো জালে। এরপর সিআরসেভেন’ এর মত করেই উদযাপন। আর সেই গোলে ৩-৩  এ সমতা ফেরানো বরিশাল শেষ পর্যনত তো টাইব্রেকার জিতে চ্যাম্পিয়নও হয়ে গেল।

ছোট্ট কাফি মুরগি বিক্রির বাজিটা কি দারুণভাবেই না লেগে গেল। মাগুরা আলো করে আছেন সাকিব আল হাসান। কিন্তু সেখানেও কাফির মত কিশোররা আছে যারা ফুটবল ভালবাসে, রোনালদো মত করে উদযাপন করে, হতে চায় আবাহনীর রাকিবের মতো উইঙ্গার। প্রিমিয়ার লিগের সব খেলা আমি টিভিতে দেখি। এই মাঠেই হওয়া কত ম্যাচ দেখেছি। এখানে খেলবো এটা ছিল স্বপ্নের মতো। খুব ভাল লাগছে আমরা চ্যাম্পিয়নও হলাম। ' গলায় মেডেলটা ঝুঁলিয়ে কাফির বাড়ি ফেরাটাও নিশ্চয় এবার হবে বিজয়ীর বেশে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2