avertisements 2

পেসার শাহিন শাহ আফ্রিদি এখন পুলিশের ডিএসপি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে এবার অপরাধীদের জন্যও কঠোর বার্তা নিয়ে এসেছেন তিনি। কেননা সেরা বাহাতি এই পেসার এখন পুলিশের ডিএসপি (উপ-পুলিশ সুপার)।গতকাল সোমবার (৪ জুলাই) সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির এই হবু জামাইকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ। তার সাম্মানিক পদ ডিএসপি।

এক টুইটে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহিন আফ্রিদিকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তাকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় এবং তাকে ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, শাহিন আফ্রিদি নিজে খাইবার পাখতুনখোয়ার অধিবাসী। পাকিস্তানের যুব সম্প্রদায়ের মধ্যেও তিনি দারুণ জনপ্রিয়। তাই এবার নিজ রাজ্যের পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করবেন তিনি।শাহিন আফ্রিদির বাবা ছিলেন পুলিশের কর্মকর্তা। তার ভাইও আছেন পুলিশ বিভাগে। এবার তালিকায় যোগ হলো তার নামও।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2