মহানবিকে নিয়ে কটূক্তি এবং মঈন আলীকে ঘিরে গুজব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:১৫ পিএম, ১৫ জানুয়ারী,
বুধবার,২০২৫
ছবি- সংগৃহীত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদ্য সাবেক হওয়া মুখপাত্র নুপুর শর্মা গত ৪ জন মুসলিম উম্মাহর নেতা হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন। যা ঘিরে ভারত থেকে শুরু করে সব দেশের মুসলমানরা প্রতিবাদ করেন।
সেই প্রতিবাদের উপর ভিত্তি করে ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মঈন আলীকে ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও গুজবের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই ইংলিশ ক্রিকেটারের নামে ফেইক একটি অ্যাকাউন্ট খুলে গুজবটি ছড়ানো হয়।
মঈন আলীর সেই ফেইক অ্যাকাউন্ট থেকে ছড়ানো গুজবটি ছিল, ‘যদি ভারত এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য ক্ষমা না চায়, আমি কখনোই ভারতে আর খেলতে যাবো না। আমি আইপিএলও বয়কট করবো এবং আমি আমার মুসলিম ভাইদের কাছে আবেদন করবো আপনারাও একই কাজ করবেন। আমি মুহাম্মদ সা. কে ভালোবাসি।’
তবে এমন কোনো টুইট মঈন আলী করেননি। অবশ্য টুইট করবেন কিভাবে, মঈন আলীর তো টুইটারে কোনো অ্যাকাউন্টই নেই। এ বিতর্কের বিষয়েও কোনো মন্তব্য করেননি ইংলিশ এই ক্রিকেটার।
মঈন আলীর নামে টুইটারে যে অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, সেটির নাম ছিল মঈন মুনির আলী। যেখানে ফলোয়ার মাত্র ৪১৬০ জন। টুইটারের এই ফেইক আইডিটি খোলা হয়েছে মে মাসে। ঠিকানা দেওয়া হয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে। অবশ্য সেই অ্যাকাউন্ট থেকে থেকে বলাই হয়েছিল এটি অফিসিয়াল অ্যাকাউন্ট নয়।