দ্বিতীয় সন্তানের বাবা হলেন তাসকিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
এবার কন্যা সন্তানের সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। আজ শুক্রবার ২৯ এপ্রিল রাতে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে নিজেই খবর জানিয়েছেন তাসকিন আহমেদ।
এটা তাসকিন-নাঈমা দম্পত্তির এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৮ সালে পুত্র সন্তানের পিতা হন এই টাইগার স্পিডস্টার। ছেলের নাম রাখেন তাসফিন আহমেদ।
শুক্রবার রাত ৫ টা ২০ মিনিটে পোস্টটিতে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম।সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে ইনজুরির কারণে সদ্য শেষ দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই দেশে ফিরে আসেন তাসকিন। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও এই ইনজুরির কারণে স্কোয়াডে নেই। তবে উন্নত চিকিৎসার জন্য ইদের পর ইংল্যান্ড যাওয়ার কথা তাসকিনের।