avertisements 2

বাবার পর এবার মাকেও হারালেন সাকিবের স্ত্রী শিশির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪৪ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় টেস্ট সিরিজ না খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। অসুস্থদের মধ্যে একজন ছিলেন সাকিবের শাশুড়ি, যদিও তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে অসুস্থ শাশুড়িকে হারালেন সাকিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৮ এপ্রিল) দিনগত রাতে মারা গেছেন সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। একই সঙ্গে বাবার পর এবার মাকে হারালেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিব ও শিশিরের পারিবারিক সূত্রের এ তথ্যে সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাকিবের শাশুড়ি নার্গিস বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ (শনিবার) গ্রামের বাড়িতে জানাজা এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

ক্যান্সার আক্রান্ত নার্গিস বেগম সম্প্রতি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেন সাকিব আল হাসান। অবশ্য একই সময়ে পরিবারের আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অসুস্থতা বেড়ে গেলে পরে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। এতদিস সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরিবারের অন্যান্য সদস্যরা ভালো হলেও দক্ষিণ আফ্রিকা সফরে আর যাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে বড় মেয়ে আলাইনা হাসানের স্কুল খুলে যাওয়ায় ১ এপ্রিল তাকে নিয়ে দেশ ছাড়েন সাকিব। মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে স্ত্রী শিশির ঢাকাতেই রয়ে গেছেন।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। দেশসেরা অলরাউন্ডার তখন ছিলেন দেশে। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য সাকিব যুক্তরাষ্ট্রে ছুটে গেলেও তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুমতাজ। এবার যুক্তরাষ্ট্রে থাকাকালে বিদায় নিলেন শাশুড়ি। এদিকে, মেয়েকে যুক্তরাষ্ট্র রেখে শাশুড়ির জানাজায় অংশ নিতে সাকিব আল হাসান দেশে ফিরবেন কি-না সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2