avertisements 2

আইপিএলের মাঠে রোমান্টিক মুহূর্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

খেলা চলাকালীন ক্রিকেট মাঠের গ্যালারিতে কত ঘটনাই না ঘটে। ইদানিং গ্যালারিতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া, তার হাতে আংটি পরানো তো খুব জনপ্রিয় হয়ে গেছে। প্রায়ই দেখা যায় এমন ঘটনা। এবার আইপিএলের মাঝে দেখা গেল চুম্বনরত কপোত-কপোতিকে।

টিভি ক্যামেরার সৌজন্যে সেই দৃশ্য এখন সোশ্যাল সাইটে ভাইরাল। আইপিএলের দশম মম্যাচে গতকাল পুনের মাঠে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। হঠাৎ সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার নজর ঘুরে যায় দর্শকদের দিকে। তখনই দেখা যায় সেই চুম্বনরত দুই তরুণ-তরুণীকে। যা নিয়ে সোশ্যাল সাইটে সরস আলোচনা চলছে। একজন লিখেছেন, 'চুমু খাওয়ার ছবি তোলার জন্য ক্যামেরা রেখেছে আইপিএল। ' আবার কেউ লিখেছেন, 'ক্যামেরাপার্সনকে বলছি, এটা ভালো ছিল। '

এদিকে গতকালই প্রথম মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। তার ২৩ রানে ৩ উইকেটের বিধ্বংসী বোলিংও দিল্লি ক্যাপিটালসকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। মোহাম্মদ শামিদের গুজরাটের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস হেরে যায় ১৪ রানে। প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে গুজরাট।  শুভমন গিল করেন ৪৬ বলে ৮৪ রান। ব্যাট করতে নেমে ১৫৭ রানেই প্যাকেট হয়ে যায় দিল্লি। ২৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ঋষভ পন্থ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2