বিশ্বকাপে জেতা পগবার মেডেলটি নিয়ে গেছে চোর!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:০২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিশ্বকাপের শিরোপা যে কোনো ফুটবলারের জীবনের সবচেয়ে বড় আরাধ্য জিনিস। সোনালী ওই শিরোপায় চুমু খেয়ে দুহাতে তুলে ধরে উল্লাস করাটা সবার স্বপ্ন। কিন্তু অনেক রথী মহারথীর ক্যারিয়ারের অপূর্ণতা হয়ে আছে একটা বিশ্বকাপের শিরোপা। বিশ্বকাপের মঞ্চ থেকে গলায় মেডেল পরে বের হওয়ার সৌভাগ্য হয়েছে ফরাসি মিডফিল্ডার পল পগবার। ২০১৮ এর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। সেই বিশ্বকাপে জেতা পগবার মেডেলটি চুরি গেছে।
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ২৯ বছর বয়সী পগবার বাসায় চুরি হয় গত মঙ্গলবার (১৫ মার্চ) রাতে। সেদিন পগবা খেলছিলেন চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচ। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার দিনে আরও একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল পগবার জন্য। ঘরের লকার ভেঙ্গে চোর নিয়ে গেছে পগবার বিশ্বজয়ের স্মৃতিচিহ্ন বিশ্বকাপ মেডেল!
পগবা জানান, ম্যাচের দিন তিনজন চোর তার বাড়িতে ঢুকে পড়ে। তারপর লকার ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। পগবা ঘটনা জেনে যখন দেখতে যান, দেখেন চোর তার বিশ্বকাপের মেডেল ও মায়ের গয়না নিয়ে চম্পট দিয়েছে। পগবা বলেন, 'আমি জানতে পারলাম বাসায় চুরি হয়েছে। তিনজন লোক এসে বাসার লকার ভেঙেছে। আমার মায়ের গয়না, আমার বিশ্ব চ্যাম্পিয়ন মেডেল চুরি করে নিয়ে গেছে।'
তবে পগবা আতঙ্কিত অন্য কারণে। চুরির সময় তার দুই সন্তান বাসাতেই ছিল। চোর যখন চুরি করছে বাচ্চাদের দেখভালের দায়িত্বে থাকা মহিলা আতঙ্কিত বাচ্চাদের নিয়ে একটা ঘরে তালা মেরে ঘাপটি মেরে ছিলেন। সৌভাগ্যক্রমে তাদের কোনো ক্ষতি হয়নি।
পগবা বলেন, সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো, ওই সময় আমার দুই সন্তান তাদের ন্যানিকে (দেখভালের দায়িত্ব পালনকারী আয়া) নিয়ে বাসায় ছিল। তিনি বিষয়টি বুঝতে পেরে আমার স্ত্রী ও নিরাপত্তাকর্মীদের কল করেছিলেন। তারপর একটি রুমে ঢুকে বাচ্চাদের নিয়ে দরজা লক করে বসেছিলেন। তিনি এখনও সেদিনের ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেন নি।। সবচেয়ে স্বস্তির খবর হলো, আমার বাচ্চারা ভালো আছে।'
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেছিলেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এই মিডফিল্ডার।