avertisements 2

নিয়ম যাই হোক, যেন সবার জন্যই প্রযোজ্য হয় : মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫১ পিএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রস্তাব পান তাসকিন আহমেদ। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ- বিসিবি অনাপত্তিপত্র দিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজও মিস করতেন তাসকিন।

বোর্ডের এ সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছেন তাসকিন। বলেছেন, দেশের জার্সিতেই ক্রিকেটটা খেলবেন। বিসিবির এমন পেশাদারিত্ব এবং দেশের প্রতি তাসকিনের দায়িত্ববোধে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি এটাও বলেছেন, তাসকিনের এ সিদ্ধান্ত যেনো সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়।

নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই।

মাশরাফির বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে মনে করিয়ে দিয়েছেন, নিয়ম যেন সবার জন্য প্রযোজ্য হয়। এই পেসার লিখেছেন, শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।

তাসকিনকে অনুপ্রেরণা দিয়ে মাশরাফি লিখেছেন, ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও, কারণ তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে, যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না, তাই তোমার ক্রিকেটের সেরা মূহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2