avertisements 2

তিনি আমাকে বড় আসরে খেলার সুযোগ দিয়েছিলেন: জাদেজা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:০৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি- সংগৃহীত

মোহালিতে জাদেজা যখন ব্যাট-বল হাতে ছড়ি ঘুরাচ্ছিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন তখন পরপারে পাড়ি জমিয়েছেন। শুক্রবার (৪ মার্চ) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর দিন সন্ধ্যায় থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি লাক্সারি হোটেলে অবকাশযাপনের সময় মৃত্যুবরণ করেন ওয়ার্ন।

সংবাদ সম্মেলনে এসে ওয়ার্নকে নিয়ে বলতে গিয়ে জাদেজা জানিয়েছেন, এই কিংবদন্তির বিদায়ে তিনি মর্মাহত। ক্যারিয়ারের শুরুতে ওয়ার্নের দেওয়া বড় সুযোগের কথা বলতে ভুলেননি চলমান টেস্টে সেঞ্চুরি ও ফাইফার পাওয়া জাদেজা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে ওয়ার্নের অধীনে রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জিতেছিলেন জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে শতক হাঁকানোর পর সংবাদ সম্মেলনে এসে আইপিএলে নিজের প্রথম অধিনায়ক ওয়ার্নকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছিলেন জাদেজা।

ওয়ার্নের বিদায়ের খবর শুনে মর্মাহত হয়ে গিয়েছিলেন জানিয়ে জাদেজা বলেন, ‘ওয়ার্নের মৃত্যু আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল। তার চলে যাওয়ার খবর শুনে খুবই মর্মাহত হই। তিনি আর নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো।’ ২০০৮ সালে বিরাট কোহলির অধীনে বিশ্বকাপ জিতে ভারত। দলকে শিরোপা জেতাতে ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাদেজা। এরপরি ১৯ বছর বয়সী জাদেজাকে দলে টানে রাজস্থান।

প্রথমবারের মতো ওয়ার্নকে দেখার অভিজ্ঞতা নিয়ে জাদেজা আরও যোগ করেন, ‘২০০৮ সালে ওয়ার্নের সঙ্গে যথন প্রথম দেখা হয়, তিনি তখন ইতোমধ্যেই কিংবদন্তি। সে সময় ওয়ার্নের মতো একজন বিখ্যাত খেলোযাড়ের সঙ্গে খেলতে পারা ছিল কল্পনাতীত।’

নিজেকে প্রমাণের জন্য অধিনায়ক ওয়ার্ন বড় সুযোগ দিয়েছিলেন জানিয়ে জাদেজা আরও বলেন, ‘আমার মতো তরুণদের ওয়ার্নের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ ছিল বড় প্রাপ্তি। অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি দলে টেনে নিয়ে তিনি আমাকে বড় সুযোগ দিয়েছিলেন।’

‘তার মৃত্যু বলে জীবন অনিশ্চিত। আমি সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করি।’- ওয়ার্নের আত্মার শান্তি কামনা করে যোগ করেন জাদেজা।

টেস্টে প্রথম ৭০০ উইকেটশিকারি ওয়ার্ন ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮টি এবং ১৯৪ ওয়ানডেতে ২৯৩টি উইকেট শিকার করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2