স্টেডিয়ামের ভেতর শেহজাদের প্রকাশ্যে ধুমপান!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৯ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করলেও বরাবরই আলোচনায় থাকেন শাহাজাদ। খেলোয়াড়রা তরুণদের কাছে অনুকরণীয় নিঃসন্দেহে। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। তবে আপনার কোনও প্রিয় ক্রিকেটারকে যদি মাঠেই ধূমপান করতে দেখেন তবে কী মনে হবে আপনার?
তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন মিনিস্টার ঢাকার উইকেট রক্ষক ও ওপেনার মোহাম্মাদ শাহাজাদ। বৃষ্টির কারণে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। এই সময়ে দুই দলের ক্রিকেটারদের কেউ ব্যাটিং অনুশীলন, কেউ বা ফুটবল নিয়ে গা গরমে ব্যস্ত ছিলেন। তবে শাহাজাদ ছিলেন অন্যদের থেকে আলাদা।
ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে জাতীয় দলের দুই সতীর্থ ফজল হক ফারুকি ও কারিম জানাতের সঙ্গে আড্ডা দিতে দিতে ধূমপান করছিলেন। এ সময় শাহাজাদকে ধূমপান থেকে বিরত থাকতে ইশারা করতে দেখা যায় দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবালকে।
এদিকে, এমন ঘটনার কারণে মিনিস্টার ঢাকার আফগান এই ক্রিকেটারকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, শাহজাদের মতো ক্রিকেটারের কাছে এমন আচরণ একেবারে অপ্রত্যাশিত। এমন ঘটনা ক্রিকেট মাঠে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।