আগে রাতে চিন্তায় ঘুম হয়নি মুমিনুলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তীরে এসে তরী ডুবাতে পটু বাংলাদেশ। পরিসংখ্যান ঘাটলে এমন অসংখ্য ম্যাচের নজির পাওয়া যাবে। মাউন্ট মঙ্গাইনুয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম চারদিন ভালো করলেও পঞ্চম দিন নিয়ে চিন্তায় ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাই ম্যাচের শেষ দিনের আগে রাতে ঘুমাতে পারেনি তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘সত্যি কথা বলতে গতকাল আমি ঘুমাতে পারিনি। কারণ যখন পাঁচ উইকেট পড়ে গেল, তখন মনে হচ্ছিল ওরা আরো বেশি রানও করতে পারে, কমও করতে পারে। এই চিন্তায় আমার ঘুম কমে গেছিল।’
এই জয়ে দলের সবার অবদানকেই সমান গুরুত্ব দিয়ে মুমিনুল বলেন, ‘আমাদের টেস্ট ক্রিকেটে উন্নতি করার চিহ্ন হতে পারে এটা। পাকিস্তান সিরিজ হারার পর সবার ভেতরে দলীয়ভাবে আরো উন্নতি করার জন্য তাগাদা ছিল। ব্যাটিং, বোলিং সবক্ষেত্রে একজন আরেকজনকে সহায়তা করেছে। যখনই কেউ একটু খারাপ করেছে বা ক্যাচ মিস করেছে, বাকিরা তাকে সমর্থন দিয়েছে ভালো করতে।’
উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুই ওভাল টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ৩২৮ রান তুলে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে চার ফিফটিতে ৪৫৮ রান তুললে ১৩০ রানের লিড পায় টাইগাররা। বাংলঅদেশি পেসার এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা ১৬৯ রানে অলআউট হলে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৪০ রান। যা অনায়াসেই করে ফেলে মুমিনুলরা।