আশরাফুলের আক্ষেপ ‘আমরা তো অচল’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশের এক সময়ের পোষ্টার বয় বিস্ময়বালক মোহাম্মদ আশরাফুল দোষটা ভাগ্যের ওপরই দিলেন। সঙ্গে শোনালেন আক্ষেপের কথাও। এনিয়ে টানা দুই বিপিএলে দল পাননি এক সময় জাতীয় দলের তারকা খেলোয়াড়। গতকাল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
ফিক্সিং ইসু্যতে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ২০১৯ সালের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন আশরাফুল। কিন্তু আশানুরূপ খেলতে পারেননি। সবশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। শেখ জামালের হয়ে ১৩ ম্যাচে ২৬.৪৫ গড়ে ২৯১ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু তা আকর্ষণীয় লাগেনি বিপিএলের কোনো দলের কাছে। দল না পেয়ে আশরাফুল বলেন, ‘টিম পাওয়াটা তো খুব ভাগ্যের বিষয়। খেলোয়াড় আছে ২১০ জনের মতো, দল পায় ৬০-৭০ জন। তাছাড়া বয়সও হয়েছে। এখন তো তরুণদের যুগ। তামিম, মাশরাফি ওদের মতো হলে ভিন্ন কিছু হতো। আমরা তো অচল। ভাগ্যে নেই।’
আশরাফুলের মতো দল পাননি নাসির হোসেনও। জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার বলেন, ‘একটু তো অবশ্যই খারাপ লাগে। ফিট হচ্ছিলাম বিপিএল খেলার জন্য। মানুষ মনে করছে আমি ইনজুরিতে। এ কারণে হয়তো বা নেয়নি। ইটস ওকে, হাতে কিছুটা ব্যথা ছিল।’
নাসির ছাড়াও যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ রাহীদের দল না পাওয়াটা অবাকই করেছে।