avertisements 2

মিডিয়ার মনোযোগ কাড়তেই সৃজিত এটা বলেছেন: সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৫৫ পিএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানাবেন বলে জানিয়েছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। সবশেষ সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন সৃজিত। সেখানেই তিনি নিজের এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। তবে সাকিবের ধারণা, সৃজিত কথাটি বলেছিলেন কেবল মিডিয়ার মনোযোগ কাড়তে। সম্প্রতি এক ক্রীড়াসাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মিডিয়ার মনোযোগ কাড়তেই উনি (সৃজিত) এটা বলেছেন।’ মিডিয়ার মনোযোগ কাড়তেই সাকিবের বায়োপিকের কথা বলেছেন সৃজিত! কেন এমন মনে হলো সে প্রশ্নে সাকিবের জবাব, তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।

ভারত দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি দেখেছেন বলে জানান সাকিব। আর বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে ধোনির বায়োপিকটির মতো কমার্শিয়াল ধরনের বানালে ভালো চলবে বলে মনে করেন সাকিব।

বলেন, ‘আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে। ধোনিরটা দেখেছি। ভালোই লেগেছে। কারণ এটা কমার্শিয়ালি বানানো হয়েছে। আর এটাই ঠিক আছে। যেমন শচীনেরটা বানানো হয়েছে, আ বিলিয়নস্ ড্রিম না কী যেন, ওইটা আমাদের (ক্রিকেটার) জন্য ভালো। কিন্তু কমার্শিয়াল দিক থেকে ওই মুভি ভালো বলে মনে হয় না। ভারতে অনেক বড় মার্কেট হওয়ায় হয়তো এটাতেও বিজনেস হয়েছে। তবে আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2