বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন ম্যাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৪ পিএম, ১১ এপ্রিল,শুক্রবার,২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেননি, কিন্তু ক্যারিয়ার শেষ হয়ে গেছে তা বলে দেওয়া যায়। এখনও যে তিনি বাংলাদশের সেরা পেসার সেটা গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগেই প্রমাণ করেছেন। এখন তিনি শুধু ক্রিকেটার নন, নড়াইল-২ আসনের সাংসদও বটে। দেশের কাজ করার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ক্রিকেটও। মাশরাফি বিন মুর্তজার লক্ষ্য এখন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করা।
করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ক্রিকেট বন্ধ ছিল। রঙিন পোশাকের ঘরোয়া ক্রিকেট না হলে মাশরাফিরও আর খেলা হয় না। ওজন হয়ে গিয়েছিল ৯৭ কেজি। ক্রিকেটকে ভালোবাসার তাগিদে ম্যাশ আবারও নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। ২০ কেজি ওজন কমিয়ে শরীরকে ঝরঝরে করে ফেলেছেন। এখনও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে খেলার জন্য তৈরি করছেন। নিয়মিত অনুশীলন করছেন, ফিটনেস ট্রেনিংয়ে সময় দিচ্ছেন।
নতুন করে করোনার বাড়বাড়ন্ত না হলে আগামী বছরের জানুয়ারির ২০ তারিখ থেকে বিপিএল শুরুর কথা। মাশরাফি এই আসরকেই পাখির চোখ করেছেন। তিনি কোন দলে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। বিপিএলের পর আছে ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের সবচেয়ে জাঁকজমক এই ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের আসর মাশরাফিকে সবসময়ই টানে। গত আসরে ফিটনেস না থাকায় খেলতে পারেননি। তবে আগামীবার ঢাকা প্রিমিয়ার লিগেও ম্যাশকে দেখা যেতে পারে।