avertisements 2

নিউজিল্যান্ডে কী পরিণতি হবে টেস্টে বিবর্ণ বাংলাদেশের?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

সাদা পোষাকে বনেদি টেস্ট ক্রিকেটে একের পর এক ব্যর্থতা চলছেই টাইগারদের। আফগানিস্তান থেকে পাকিস্তান কারো সামনেই দাঁড়াতে পারছেন না মুমিনুল-মুশফিকরা। গেল প্রায় তিন বছরে আসা জিম্বাবুয়ের সাথে দুই জয়ের পুরনো স্মৃতি নিয়েই নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলতে গিয়েছে টাইগাররা। ব্যর্থতার ধারায় ছেদ পড়বে এই সিরিজে, সেই আশা করছেন না খুব বেশি মানুষ।

বনেদি ক্রিকেটের সাদা পোষাকটা গায়ে জড়ানোর পেরিয়ে গেছে ২১ টা বসন্ত। কিন্তু বয়সেই বেড়েছে কেবল, শিশু থেকে যুবক হওয়া হয়নি টাইগারদের। নিউজিল্যান্ড সফরেও তাই তো আশার পালে হাওয়া না থাকলেও, আবারও দল হিসেবে পারফর্ম করাটাই যে মূল চ্যালেঞ্জ হবে তা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

টানা বৃষ্টির পরেও আফগানিস্তানের বিপক্ষে ১ ঘণ্টার খেলাতেও হার মানা সাকিবদের সাদা পোষাকে সবচেয়ে বড় দাগ হয়েই লেগেছে। সে তুলনায় পাকিস্তান তো অনেক বড় দল। কিন্তু এখানেও টানা দুই দিনের বৃষ্টিতেও মান বাঁচেনি। এমনকি দুই পেসার শাহিন আফ্রিদি- হাসান আলী প্রথম ইনিংসে তেমন বল না করলেও শেষ রক্ষা হয়নি টাইগারদের। স্পিনেই কুপোকাত হয়েছেন মুশফিক-মুমিনুলরা। তবে এসব কিন্তু দুর্ঘটনা নয়। বরং পরিসংখ্যান বলছে, হারটাই স্বাভাবিক। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১১টিতেই হার, শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ড্র। দুট জয়ই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার টানা ১০ ম্যাচ হেরে যাওয়া দলটির মিশন নিউজিল্যান্ড। ফলাফলটা অনুমান করাও কঠিন নয়।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, দল হিসেবে খেলাটাই বড় চ্যালেঞ্জ। কারণ, আমার চোখে পড়েছে যে আমরা দল হিসেবে খেলতে পারছি না। মনোবল ফিরে পাওয়ার জন্য তাই দল হিসেবে খেলাটা জরুরি। নিজেদের খুঁজে পাওয়াটা দরকার যাতে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারি। সেই সাথে আমাদের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টাও করতে হবে। টপ অর্ডার রান পাচ্ছে না, নতুন বলে আমরা উইকেট পাচ্ছি না- এ সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে।

এই সিরিজের লক্ষ্য দল গোছানো হলেও, নিউজিল্যান্ড সিরিজ শেষে বাড়তে পারে রক্তক্ষরণ। রাসেল ডমিঙ্গো থাকবেন নাকি থাকবেন না, সেই ভাবনাও জড়িত এই সিরিজের ফলাফলের সাথে। আত্মবিশ্বাসহীন এই দলকে এককাট্টা করতে পারবেন কিনা বাংলাদেশের হেড কোচ, সেটাও নির্ধারণ করবে এই বিরুদ্ধ কন্ডিশনের সিরিজ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2