avertisements 2

হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে রুবেল,

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫৩ এএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১

Text

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে বিষয়টি জানা গেছে।

দোলা হোসাইন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি বুধবার (১৮ নভেম্বর) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।’

বর্তমানে  রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রুবেলের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইনফেকশনজনিত কারণে বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবেলকে।

এখনও রুবেল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে  রুবেলের অসুস্থতা গুরুতর নয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। দলের সঙ্গে থাকলেও মাঠের লড়াইয়ে অনেকদিন ধরেই অনুপস্থিত রুবেল।৩১ বছর বয়সি এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সুযোগ পাননি রুবেল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2