avertisements 2

মাহমুদউল্লাহর ১টি ভুলে ১০ রান কম পেলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান করেছে।

রজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। দুজনের ব্যাটে শুরুটা দারুন হয় টাইগারদের। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে লাহিরু কুমারাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন লিটন। এর আগে ১৬ বলে ১৬ রান করেন তিনি। হাঁকান দুটি চার।

লিটনের পরে সাকিব ব্যাটিংয়ে এসে খুব একটা সুবিধা করতে পারেন নি। দুইটি চারে সাকিব ১০ রান করে প্যাভিলিয়নে ফিরেন। তখন দলে স্কোর ৭.৪ ওভারে ৫৬ রান।

ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে ফিরেন চির চেনা রূপে। প্রথম থেকে শ্রীলঙ্কান বোলার দের উপর চড়াও হতে দেখা যায় মুশফিককে। নাঈম ও মুশফিকের ব্যাট থেকে আসে ৭৩ রানের জুটি।

নাঈম শেখ যখন ৬২ রানে আউট হয় তখন বল বাকি আর মাত্র ২৩টি। সবাই ধরে নিয়েছিলো ব্যাটিংয়ে আসবে মাহমুদউল্লাহ বা নুরুল হাসান সোহান। কিন্তু সবাইকে অবাক করে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে পাঠান আফিফ হোসেনকে।

ফর্মে থাকা মাহমুদউল্লাহ যদি আফিফের জায়গায় ব্যাটিং করতে আসতো তাহলে বাংলাদেশের স্কোরে কমপক্ষে আরও ১০টি রান বেশী যোগ হতে পারত। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর শেষের দিকের ৫ বলে ১০ রান ও মুশফিকের ৩৭ বলে ৫৭ রানে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১৭১ রান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2