avertisements 2

থামছে না পাপন-মাহমুদউল্লাহর ‘বাকযুদ্ধ’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

স্কটল্যান্ডের কাছে হারের পর তিন সিনিয়রের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সুপার টুয়েলভ নিশ্চিতের পর এই বিষয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, মানুষ হিসেবে তারাও ভুল করেন; কিন্তু এভাবে ছোট করা উচিত নয়, তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এবার তার পাল্টা জবাব দিলেন পাপনও। বিসিবি প্রধানের মতে, রিয়াদের কথাবার্তা আবেগের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।

বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে বোর্ড প্রধান ও অধিনায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সিঁদুরে মেঘ দেখছেন ক্রিকেটমহলের অনেকেই।

বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে নাজমুল হাসানের বক্তব্য এভাবে তুলে ধরেছেন, ‘আমি দুটি ব্যাপার বুঝতে পারছি না। সে (মাহমুদউল্লাহ) বলেছে নিবেদন নিয়ে প্রশ্ন তোলায় তাদের খারাপ লাগে। আমার মনে হয় না কেউ তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে।’

‘আমি একবারের জন্যও ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয়ত, সে বলেছে আমি তাদের ছোট করেছি, কিন্তু আমার মনে হয় এটা আবেগের বিষ্ফোরণ। আমি আমার আগের জায়গা থেকেই বলছি, প্রথম ম্যাচে তাদের অ্যাপ্রোচ, শারীরিক ভাষা ও পরিকল্পনা নিয়ে আমি সন্তুষ্ট নই।’

মাহমুদউল্লাহ আরো বলেছিলেন, সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে। সমালোচনা তো হবেই; কিন্তু এই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়।’

মাহমুদউল্লাহর এ মন্তব্যেও অবাক হয়েছেন নাজমুল হাসান। তার মনে হয়েছে, বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় মাহমুদউল্লাহ ও বাকি ক্রিকেটারদের একটা বিষয় বোঝা উচিত যে, তারা যেমন বলেছে তারা মানুষ, একইভাবে দলের ভক্ত-সমর্থক ও বিসিবির সবাইও মানুষ। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ যা বলেছি, সেটা দল ও দেশকে নিয়ে, ব্যক্তিগতভাবে কারও বিপক্ষে নয়।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2