সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় মাশরাফির আবেগঘন বার্তা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রবিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অসংখ্য বাড়িঘর আগুনে পুরছে। বলা হচ্ছে, এগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি। যা নিয়ে প্রতিবাদে ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশের সচেতন নাগরিকরা। এবার বিষয়টি নিয়ে সরব হলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওই ঘটনার একটি ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন মাশরাফি। সেখানে তিনি বলেন,
কাল দুইটা হার দেখেছি,
একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি।
আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে।
এ লাল সবুজ তো আমরা চাইনি ...
‘কাল দুইটা হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে।’
মাশরাফি আরও বলেন, ‘এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ, এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’
জানা গেছে, রবিবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ সময় ব্যাপক লুটপাটও চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।