avertisements 2

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুজনের জেতা হলো না 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুজনের জেতা হলো না 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৪৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবারের নির্বাচনে তেমন কোনও চমক ছিল না। গতকাল শুক্রবার থেকে দুইদিনব্যাপী শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা। বলা যায় বেশ ঢিলেঢালা ভাবেই হচ্ছিল সব।

তবে হুট করেই যেন পাল্টে গেল সব। উত্তাপ ছড়ালেন নাজমুল আবেদীন ফাহিম। এই ক্রিকেট পরামর্শক প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে আসছেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে কাউন্সিলরশিপ নেওয়া এই নাজমুল আবেদীন ফাহিম লড়বেন আরেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে।

এতদিন সবার ধারণা ছিল ক্যাটাগরি-সি তে থেকে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বসবেন পরিচালক পদে। সেটি আর হচ্ছে নাজমু আবেদীন ফাহিমের কারণে।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে ক্যাটাগরি-সি তে ভোটার সংখ্যা ৪৩ জন। রয়েছেন সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা। যাদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2