তালিকা থেকেই বাদ মাশরাফী
তালিকা থেকেই বাদ মাশরাফী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:০৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা ইদানিং ক্রিকেট থেকে রাজনৈতিক কাজেই বেশি ব্যস্ত থাকেন। তবে এর ফাঁকেই সম্প্রতি ফিটনেস নিয়েও কাজ করছেন। আবারও ক্রিকেটে ফিরতে চান, ওজন ঝরিয়েছেন ১০ কেজিরও বেশি।
দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা ক্রিকেটার। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিলে ২০২০ সালে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে ওয়ানডেতেও নেই তিনি।
মিরপুর স্টেডিয়ামের সঙ্গে মাশরাফীর বিচ্ছেদ প্রায় ৯ মাসের! শনিবার (১৮ সেপ্টেম্বর) আবারও চেনা আঙিনায় ফেরেন ম্যাশ। যদিও এদিন তিনি অনুশীলন করতে মিরপুরে যাননি। তার সঙ্গে ছিল ছেলে সাহেল মোর্ত্তজা ও মেয়ে হুমায়রা মোর্ত্তজা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শিশুদের সঙ্গে জাতীয় সঙ্গীতের দৃশ্যধারণের কাজে গিয়েছিলেন।
যারা তাদের বাবাকে মাঠের নায়ক হিসেবে দেখেই বড় হয়ে উঠেছে। এতদিন পর চেনা আঙিনায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন বাংলাদেশের সফলতম অধিনায়ক। ছেলে-মেয়েকে নিয়ে মিরপুর মাঠের সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ম্যাশ লিখেছেন, আমি যে জায়গাটির অংশ, সেখানে ফিরলাম অনেকদিন পর। খুব সতেজ লাগছে, অনেক স্মৃতি ঘুরছে মাথার ভেতর।
মাশরাফী সবশেষ দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার প্রত্যাশা থাকলেও বয়স ও দীর্ঘ পরিকল্পনার অজুহাতে তাকে দলের বাইরে রাখা হয়।
এরপর অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ। সাফল্য, ব্যর্থতা সবই এসেছে কিন্তু তার আর দলে ফেরা হয়নি। আদৌ তাকে ঘিরে হয়তো আর কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে মাঠের ক্রিকেটে নিজেকে আরও কয়েকবছর ধরে রাখতে চান তিনি।
মাশরাফীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরু থেকেই খেলতে চান তারকা পেসার। প্রস্তুতি হিসেবে দীর্ঘদিন পর ফিরতে চান এনসিএলে। তবে খুলনার বিভাগের এই প্রতিনিধির নাম তালিকাতেই নেই বলে জানা গেছে।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মুর্তজা রশিদী দারা সংবাদমাধ্যমকে জানান, আসন্ন এনসিলের যে ৩০ জন খেলোয়াড়ের তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠানো হয়েছে, সেখানে নেই মাশরাফীর নাম। তালিকার শুরুতে নাম ছিল, তবে শেষ মুহূর্তে এসে বাদ দেওয়া হয়েছে তাকে। ম্যাশ যে খেলবেন এটা তো প্রকাশ করতে হবে আমাদের কাছে। আমরা বুঝবো কিভাবে সে খেলবে! গতবারও তালিকায় তার নাম রেখেছিলাম। এবারও প্রথম আমি যে চিঠিটি স্বাক্ষর করি, সেখানে তার নাম ছিল সবার আগে। পরে আমাদের কোচ বললেন, মাশরাফী লিস্ট-এ বা টি-টোয়েন্টি হলে খেলতে পারবে, কিন্তু চারদিনের ম্যাচ মনে হয় খেলতে পারবে না। এজন্য তার নাম সরিয়ে রাজিবুল নামে এক স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে মাশরাফীর সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমাদের ম্যানেজারের সঙ্গেও কোনো কথা হয়নি। আমাদের কোচের সঙ্গেও কোনো কথা হয়নি। আমি যতদূর জেনেছি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার মতো যতটুকু সময় লাগে সেটা সে পাবে না। এর জন্য ঠিকঠাক অনুশীলন করতে পারে না সে। ফিটনেস টেস্টে পাস করার পর খেলার আগ্রহ প্রকাশ করলে মাশরাফীর বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করবে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা।
দারা আরও জানান, এবারের এনসিএল শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর। এর জন্য ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে সে দলে যোগ দেননি মাশরাফী। জানা গেছে, নিরবে-নিভৃতে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে এর পাশাপাশি ম্যাচ ফিটনেসও গুরুত্বপূর্ণ। কারণ, ২০০৯ সালের পর দেশের হয়ে আর টেস্ট খেলেননি মাশরাফী। সবশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২০১৮ সালে সাউথ জোনের হয়ে। তবে সে খুলনা বিভাগকে অনেক সাফল্য এনে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে আমরা ঋণী। সে যদি আমাদেরকে কখনো জানায় সে খেলতে চায়, অবশ্যই আমরা তার প্রাপ্য সম্মানটুকু দেবো।