নাসির কী পারবে স্ত্রীর ইচ্ছা পূরণ করতে?
নাসির কী পারবে স্ত্রীর ইচ্ছা পূরণ করতে?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নানান বিতর্ক পেরিয়ে স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে ঘর বেঁধেছেন এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। বিয়ের পর স্ত্রী তামিমা বলেছিলেন জাতীয় দলে নাসিরকে দেখতে চান। এই ইচ্ছা পূরণে কী ভাবছেন নাসির?
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর জাতীয় দলে ফেরার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
তিনি গণমাধ্যমকে বলেন, আমি চেষ্টা করবো স্ত্রীর ইচ্ছা পূরণ করার। আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।
ফেরার জন্য অনুশীলনের কোনও বিকল্প নেই জানিয়ে নাসির বলেন, ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা উইকেট পাব। অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক তরুণীকে বিয়ে করেন নাসির হোসেন। তবে বিয়ের সপ্তাহ না পেরোতেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির।