avertisements 2

সাতক্ষীরার শিরিন অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে বিভোর!

সাতক্ষীরার শিরিন অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে বিভোর!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ সেপ্টেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০৮:০২ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ধর্মান্ধতার বাধা ডিঙিয়ে আর্থিক অনটনের মধ্যেও বাংলাদেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের শিরিন আক্তার। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা ওড়ানো শিরিন টানা ১২বার দ্রুততম মানবীর খেতাব অর্জন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন। শুধু জাতীয় পর্যায়ে নয় আগামী প্যারিস অলিম্পিকে মেডেল ছিনিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন তার।

সাতক্ষীরা শহরে অদূরে দহাকুলা গ্রামে ১৯৯৪ সালে ১২ অক্টোবর দরিদ্র কৃষক শেখ আব্দুল মজিদ ও আঙ্গুরা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন দেশসেরা দ্রুততম মানবী শিরিন আক্তার। চার বোনের মধ্যে শিরিন আক্তার দ্বিতীয়। ছোটবেলা থেকেই প্রতিযোগিতায় জয়ের নেশা তাকে দেশসেরা খেতাব অর্জনে পৌঁছে দিয়েছে। সদর উপজেলার দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অর্জন করতেন পুরস্কার।
 
নারী বলে পরিবার ও সমাজের ধর্মান্ধতা তার বাধা হয়ে দাঁড়ালেও কোন বাধাই তাকে দমিয়ে রাখতে পারেনি। সাতক্ষীরা শহরতলীর কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে পড়তে ২০০৭ সালে সাতক্ষীরায় প্রথম মেয়েদের মধ্যে শিরিন আক্তার বিকেএসপিতে সুযোগ পান। বিকেএসপিতে ৭ম শ্রেণীতে ভর্তি হয়ে এসএসসি ও এইচএসসি শেষ করেন।

 এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস সাইন্স’র উপর এমএস করছেন এই দ্রুততম মানবী। দেশের সকল রেকর্ড ভেঙে শিরিন আক্তার হয়েছেন টানা ১২ বারের দ্রুততস মানবী। দেশের এই দ্রুততম মানবী আগামী ২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করার অদম্য ইচ্ছা তার।

 মেয়ে সন্তান হিসেবে ধর্মীয় বাধা দিয়েও থামানো যায়নি শিরিনকে। এখন শিরিনকে এগিয়ে যেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তার বাবা-মা ও এলাকাবাসী।

 আরও পড়ুন: কিউইদের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা

 সাতক্ষীরায় শিরিনের মত রয়েছে ক্রিকেটে সৌম্য, মুস্তাফিজ, নারী ফুটবলে সাবিনা-মাসুরা-ক্রান্তি, বক্সিংয়ে প্রাপ্তি, ভলিবলে রাজেশ, খো খো‌'তে রানার মতো সফল খেলোয়াড়। তাদের সাফল্যের কথা তুলে ধরে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স সাতক্ষীরায় ভালো মানের পুর্নাঙ্গ স্টেডিয়াম, জিমনেসিয়াম ও সুইমিং পুল তৈরির দাবি জানান।
 
দ্রুততম মানবী শিরিন আক্তার ধর্মান্ধতা বাধা ডিঙিয়ে আর্থিক সংকটের মধ্যে তার এই অর্জনের কথা জানিয়ে বলেন, ‌'বিকেএসপিতে ভর্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভবিষ্যতে স্পোর্টস সাইন্স’র উপর জার্মানি অথবা আমেরিকায় পিএইচডি করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের হয়ে খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখতে চাই।‌' 
 
একইসাথে তার লক্ষ্য ২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করা ও সফলতা অর্জন করা।
 
এ প্রসঙ্গে শিরিন আকতার জানান, ‌'আমার লক্ষ্য ২০২৪ সালের অলিম্পিক গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সে লক্ষ্যেই আমি কাজ করে যাবো। সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।‌'
 
এদিকে সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা উচ্চশিক্ষায় শিক্ষিত টানা ১২ বার দেশসেরা দ্রুততম মানবীর দেশসেরা রেকর্ড গড়া শিরিন আক্তারকে একটি সম্মানজনক চাকুরির ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানান সাতক্ষীরাবাসী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2