avertisements 2

ভালো নেই একসময়ের জনপ্রিয় আম্পায়ার নাদির শাহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ভালো নেই দেশের ক্রিকেটের একসময়ের জনপ্রিয় আম্পায়ার নাদির শাহ। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন তিনি। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন দেশের ক্রিকেটের অভিজাত শ্রেণির এই আম্পায়ার। সম্প্রতি হুইল চেয়ারে বসা নাদির শাহর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ চেয়ারে বসে আছেন। রুগণ, জীর্ণ-শীর্ণ শরীর। হাত ও পা একদম শুকিয়ে গেছে। ফর্সা মুখও কেমন ফ্যাকাসে দেখাচ্ছে।

ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছে। আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহর জীর্ণ-শীর্ণ শরীরের এই ছবি কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা। পারবেনই বা কি করে, একসময় যিনি মাঠে দাপুটে বিচরণ করতেন, প্রাণখোলা আড্ডায় মেতে উঠতেন, সেই নাদির শাহ হাঁটাচলায় অক্ষম। কিছুদিন আগেও তাকে ধানমন্ডির চার নম্বর মাঠে দেখা যেত। আগামী বিপিএলে আম্পয়ারিং করার ব্যাপারেও আশাবাদী ছিলেন। কিন্তু জটিল এই রোগ তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে।

নাদির শাহর পরিচিত সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। গত কয়েক মাসে তিনবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রেও তিনি চিকিৎসা নিয়ে রোগটাকে নিয়ন্ত্রণে এনেছিলেন। কিন্তু করোনার কারণে বাধ্য হয়ে তাকে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে। গত কয়েক মাসে বার তিনেক স্পেশালাইডজ হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা হয়েছে। হচ্ছেও। কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে নাদিরের শরীর ক্ষয়িষ্ণু হচ্ছে।

১৯৬৪ সালের ৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাদির শাহ। আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের একজন সদস্য হিসেবে ২০০৬ সালের মার্চে বগুড়ায় বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে তার অভিষেক ঘটে। ২০১৩ সালে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা বাতিল করা হলে তিনি ক্রিকেটে ফিরেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2