avertisements 2

দুই ডোজ টিকা নিয়েও ঢাকায় এসে করোনা পজিটিভ কিউই ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বাংলাদেশ সফরে আসা নিউ জিল্যান্ড ক্রিকেটার ফিন অ্যালেন কোভিড পজিটিভ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ রাইজিংবিডিকে অ্যালেনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলছে। আরো বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

নিউ জিল্যান্ড সফরের বিশাল বহর বুধবার সকালে ঢাকায় পা রাখে। তবে ফিন অ্যালেন বাংলাদেশে এসেছেন ২০ আগস্ট। তার সঙ্গী ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এ দুই কিউই ক্রিকেটার ইংল্যান্ডে দ্যা হান্ডেড টুর্নামেন্ট খেলে বাংলাদেশে আসে। এসে রুম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। ইংল্যান্ড ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় নেগেটিভ এসেছিলেন অ্যালেন। তার কোভিডের ভ্যাকসিনও নেয়া আছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ রাইজিংবিডিকে অ্যালেনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলছে। আরো বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানানো হয়েছে মেডিকেল বিভাগ থেকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2