‘দুর্বল’ নিউজিল্যান্ডের দল নিয়ে যা বললেন সাকিব
‘দুর্বল’ নিউজিল্যান্ডের দল নিয়ে যা বললেন সাকিব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৮:০৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজ সামনে রেখে ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস।
কিন্তু এর উল্টোটাই করেছে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন নম্বর দল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষিত তাদের ১৫ সদস্যের দলে নেই কেন উইলিয়ামসন, গাপটিলদের মতো প্রথম সারির পাঁচ তারকা।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াডে বিশ্বকাপ দলের কেউ নেই!
জানা গেছে, আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। শুধু বাংলাদেশ সফরই নয়, আইপিএলের কারণে পাকিস্তান সফরেও তারুণ্যনির্ভর দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড বোর্ডের এমন দুর্বল দল পাঠানোর বিষয়টি কীভাবে দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান?
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।
সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা একটু হতাশাজনক তো বটেই। কিন্তু আমাদের তো কিচ্ছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার। আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না। রেকর্ডে এটা লেখা থাকবে না যে, আমরা নিউজিল্যান্ডের এমন একটা দলকে হারিয়েছি, যেখানে বিশ্বকাপের একজন খেলোয়াড়ও ছিল না। এখানে দলটাই গুরুত্বপূর্ণ, খেলোয়াড় নয়। তা ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও টি-টোয়েন্টি জিতিনি। এবার সুযোগটা কাজে লাগতে হবে আমাদের। বিষয়টি একটা বাড়তি অনুপ্রেরণাও তাই থাকবে।’