avertisements 2

চিরশত্রুই এখন আপন, মেসিকে নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ দিলেন রামোস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:১৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ফুটবলে একটি শব্দ আছে ‘রাইভাল’। ফুটবলে রাইভাল কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে ব্রাজিল-আর্জেন্টিনা, বার্সা-রিয়াল, মেসি-রোনালদো, মেসি-রামোসের ছবি। নিজেদের গোটা ফুটবলীয় ক্যারিয়ারে সার্জিও রামোস চেষ্টা করেছেন যেকোনো মূল্যেই লিওনেল মেসিকে আটকে রাখার আর মেসি চেয়েছেন রামোসকে পেছনে ফেলে গোলের দিকে বল নিয়ে এগিয়ে যাওয়ার। কখনো মেসি সফল তো কখনো রামোস। তবে বদল গেছে সে চিত্র। এখন আর বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মেসিকে থামাবেন না রামোস। দুইজনই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পাঠ চুকিয়ে পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে। তাই এতকাল যে দৃশ্যপট কল্পনাও করা যেত না, সেটাই আজ বাস্তব।

দুদিন হলো পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। আর তার মাস খানেক আগে সেখানেই নাম লিখিয়েছেন রামোস। এবার তাদের দেখা মিলবে গোলের পর কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করছেন এই দুই তারকা। সে পথে রামোস অনেকটাই এগিয়ে গেছেন, সেটারই দেখা মিলল এবার।

পরিবার নিয়ে আপাতত মেসি প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে অবস্থান করছেন। যত দিন পিএসজি তার জন্য বাড়ি না খুঁজে দিতে পারছে, ততদিন এখানেই থাকবেন মেসি। হোটেলটা যথেষ্ট বিলাসবহুল, তবে দিন শেষে সেটা তো হোটেলই। নিজের মতো করে থাকার ব্যাপারে সেখানে মন সায় না দেয়াই স্বাভাবিক। রামোস বোঝেন সেটা। বোঝেন বলেই মেসিকে প্রস্তাব দিয়েছেন নিজের বাড়িতে থাকার জন্য। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, রামোস নাকি মেসিকে বলেছেন, ‘তুমি যদি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, চাইলে আমার বাসায় থাকতে পারো।’ সে সূত্র আরও নিশ্চিত করেছে, অতীতের শত্রুতা ভুলে রামোস এখন মেসিকে নিজের একজন হিসেবে আগলে রাখতে প্রস্তুত।

মেসির জন্য বাড়িই শুধু নয়, পিএসজি মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে স্কুলে ভর্তির ব্যবস্থাও করে দিচ্ছে বলে জানিয়েছে এল পাইস। তবে রামোস যে মেসিকে এই প্রথম তার বাসায় থাকতে বললেন, তা কিন্তু নয়; এর আগে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নিয়ে যখন জটিলতা চলছিল, তখন রামোস ঠাট্টা করে জানিয়েছিলেন, মেসি যদি রিয়ালে যোগ দেন, তাহলে প্রথম কয়েক সপ্তাহ মেসিকে তার বাড়িতে থাকতে দিবেন রামোস।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2