অস্ট্রেলিয়ার খেলা দেখা যাবে না অস্ট্রেলিয়াতেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪৫ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা মেনে কোয়ারেন্টিনের সময়সীমার সঙ্গে জৈব সুরক্ষাবলয়ের পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু বাড়তি ব্যবস্থা নিতে হয়েছে বিসিবিকে। এর মধ্যে আছে মাঠের ভেতর টেলিভিশন ক্যামেরা না থাকাও। এ সিরিজের কোনো ম্যাচই যে সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া থেকে!
বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। তবে জানা গেছে, এখন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বলেছেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি।’ কালকের মধ্যেও যদি সেটি না হয়, অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে না বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের খেলা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না তারা। রোববার ফক্সের টিভি গাইডে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে তারা।
২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। সর্বশেষ তারা খেলে গিয়েছিল দুটি টেস্ট। ৩ থেকে ৯ আগস্ট-এই সাত দিনের মধ্যে তারা খেলবে পাঁচটি ম্যাচ। যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা শেষ করে দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া।