avertisements 2

আর্জেন্টিনার জয়ে ফেসবুকে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

আর্জেন্টিনার জয়ে ফেসবুকে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১১:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

 

ফুটবল বিশ্বে আজ এক কীর্তি গড়ল আর্জেন্টিনা। কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারালো মেসি-ডি মারিয়ারা। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর উচ্ছ্বাস তাই একটি বেশি আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

আর্জেন্টিনার মধুর ও পরম তৃপ্তির জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অভিব্যক্তি তুলে ধরেছেন এভাবে- ‘ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি ডিয়েগোর জন্য, পরে ও (ম্যারাডোনা) যাওয়ার পর আরও অনেকেই এসেছে। শেষ মেষ মেসি। কথা হলো কারও না কারও খেলা দেখে মানুষ একটা দলকে সাপোর্ট করা শুরু করে আর একটা পর্যায়ে ওই খেলোয়াড় থেকে দলের প্রাধান্যই বেশি হয়।

মেসির হাতেই কাপ লাগবে এই আশা নিয়ে কখনো খেলা দেখিনি বরং আর্জেন্টিনা জিতবে এই আশা নিয়েই বসেছি বার বার দেখতে। মেসি একটি টুর্নামেন্ট জিতবে, এটা অবশ্যই সবার মেসির প্রতি আলাদা সিমপ্যাথি কাজ করে এই জন্যই। যেমন রোনালদো জিতেছে ইউরো, হয়তো নেইমার ও (মেসি) বড় কিছু জিতবে একদিন।

মেসি যেদিন খেলবে না সেদিনও এই দলেরই সাপোর্ট করবো এটাই স্বাভাবিক, তা না হলে তো ডিয়েগো যাওয়ার পর অন্য দলই করতাম।আজ যেমন মেসির আনন্দ দেখে অনেক ভালো লেগেছে, তেমন নেইমারের কান্না দেখে ওতোটাই খারাপ লেগেছে।আসলে খেলাটাই এমন।

দারুণ এক অনুভুতি হচ্ছে আর্জেন্টিনা জেতায়। সবাই মেসি মেসি করলেও আমার মন পড়ে আছে ওই স্পেশাল ম্যান এর দিকে। বেঁচে থাকলে ওর (ম্যারাডোনা) মতো আনন্দ কেউ পেতো না। উপর থেকে দেখে হয়তো এমনই করছে(কাল্পনিক)। ডিয়েগো ম্যারাডোনা দি ওনলি লাভ ইন ফুটবল। অভিনন্দন আর্জেন্টিন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2