নেইমার যে রেকর্ড ভাঙলে খুশি হবেন পেলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৬:১১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। কোপা আমেরিকায় ঝলক দেখিয়ে চলেছেন। ভেনিজুয়েলার পর পেরুর বিপক্ষেও গোল পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড।
এতে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা ফুটবলের কালো মানিক পেলের আরও কাছে চলে গেছেন তিনি।
পেলেকে পেছনে ফেলতে আর মাত্র ৯ গোল দূরে রয়েছেন নেইমার। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনবারের বিশ্বকাপ জেতা কিংবদন্তি পেলে। আর শুক্রবার পেরুর বিপক্ষে গোল দিলে নেইমারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৮-তে।
নেইমারের সেই ৯ গোলের অপেক্ষায় আছেন ‘ফুটবলের রাজা’ নিজেও। নেইমার তাকে ছাপিয়ে গেলে খুশি হবেন বলে জানিয়েছেন পেলে।
এ বিষয়ে ‘ফুটবলের রাজা’ বলেন, ‘নেইমারের খেলা দেখতে ভালো লাগে সব ব্রাজিলীয়দের। আর সবার মতো আমারও ভালো লাগে তার খেলা দেখলে। শুক্রবার আমার গোলের রেকর্ডের পথে আরেক ধাপ এগিয়েছে সে। আমার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছি। যেটা করবে নেইমার। ’
নেইমারের প্রশংসায় ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘প্রত্যেক সময় আমি এই ছেলেটাকে, সে হাসছে। ব্রাজিলের হাসি ফিরিয়ে আনাটা অসম্ভব নয়।’