avertisements 2

ইউরোতে তুরস্ককে উড়িয়ে দিয়ে ইতালির উড়ন্ত সূচনা, তুরস্কের লজ্জার রেকর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন,শনিবার,২০২১ | আপডেট: ১২:০৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপে শুভসূচনা করল ইতালি। 

নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এটি একটি রেকর্ডও। 

ইউরোর ইতিহাসে এর আগের কোনো আসরের উদ্বোধনী ম্যাচে এতো বড় ব্যবধানের জয় পায়নি কোনো দল। 

আরো একটি রেকর্ড গড়েছে ইতালি। ইউরোর ইতিহাসে এবারই প্রথম তিন গোল করল  লা আজ্জুরিরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে ঘরের মাঠে শুরু হয় ম্যাচটি। ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ইতালি। 

ম্যাচে আত্মঘাতী গোল দিয়ে তুরস্ক আগেই জানিয়ে দিয়েছিল যে, দিনটি তাদের ছিল না।

নিজেদের জালেই বল জড়িয়ে দেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। 

যদিও প্রথমার্ধে তুরস্কের দুর্দান্ত রক্ষণভাগ প্রশংসা কুড়িয়েছে। প্রথম ৪৫ মিনিট একের পর এক আক্রমণে গিয়েও ব্যর্থ হয়েছে ইতালির ফরোয়ার্ডরা।

বোঝাই যাচ্ছিল যে, শক্তিশালী ইতালির বিপক্ষে ন্যুনতম এক পয়েন্ট নেয়ার পরিকল্পনায় মাছে নেমেছিল তুরস্ক। 

নিজেদের গোলমুখের সামনে চীনের মহাপ্রাচীর গড়ে তুলেছিল তুরস্ক।

গোলশূন্যাবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে সেই প্রাচীরকে চুড়মার করে দেয় রবার্তো মানচিনির শিষ্যরা। 

ইতালির দুই ফরোয়ার্ড সিরো ইম্মোবিল ও লরেঞ্জো ইনসিগনেকে আর রুখতে পারেনি তুরস্কের ডিফেন্ডাররা।

যদিও প্রথম গোলটি ছিল আত্মঘাতী। তবুও এর পেছনের কারিগর ডমিনিক বেরার্দিকে কৃতিত্ব দেওয়া যেতেই পারে।

ম্যাচের ৫৩ মিনিটের সময় ডান পাশ থেকে ক্রস করেন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা ডমিনিক বেরার্দি। সেটি গোলমুখে দাঁড়িয়ে থাকা দেমিরালের গায়ে লেগে জড়িয়ে যায় জালে, প্রথম গোল পায় ইতালি।

৬৬তম মিনিটে লেওনার্দো স্পিনাজ্জোলার নেওয়া শট ঠেকান তুরস্কের গোলরক্ষক। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন ইম্মোবিল। 

এর ঠিক ১৩ মিনিট পর স্কোরার ইম্মেবিলের এসিস্টে তৃতীয় গোলটি করেন ইনসিগনে।

শেষ ১৫ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

এ জয়ের মাধ্যমে আরো একটি রেকর্ড গড়ল ইতালি। এ নিয়ে গত নয় ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। 

আর সবশেষ পরাজয় প্রায় তিন বছর আগে ২০১৮ সালের নেশনস লিগে। সবমিলিয়ে ২৮ ম্যাচ ধরে অপরাজিত তারা।

ইউরোর এই গ্রুপে ইতালির অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ওয়েলস। আগামী বুধবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মানচিনির দল। গ্রুপে তাদের শেষ ম্যাচটি হবে আগামী ২০ জুন রাতে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2